নির স্মার্ত ভালবাসা

Writer Asif.....বিয়ের রাতে ছেলেটি আমার পাশে বসার আগেই ধমক দিয়ে বলেছিলাম..... Writer Asif Writer Asif খবরদার.....আমায় ছোঁবেন না বলছি.....বিয়েটা romanticlovestory.blogspot.com আমার কাছে স্রেফ কাগজে কলমে একটি চুক্তি.....তাই প্লিজ নিজের পুরুষত্ব দেখাতে আসবেন না একদম.....ও খানিকটা লজ্জায় মাথা নিচু করে বলেছিলো..... Writer Asif Writer Asif আপনি যা ভাবছেন তা একদমই নয়.....তাছাড়া আমরা দুজন দুজনকে চিনি না.....তাই চেয়েছিলাম বন্ধু হতে....যাজ্ঞে ঘুমিয়ে পড়ুন.....এই বলে ও অন্য রুমে ঘুমুতে গেলো.....লোকে আমায় romanticlovestory.blogspot.com বলতো আমি নাকি পরীর মত দেখতে..... রীতিমত ছেলেদের লাইন লাগতো আমার পেছনে.....কিন্ত হুট করে বাবা কোন এক ক্ষ্যাত.....ব্যাকটেডেট ছেলে খুঁজে নিয়ে আসলেন আমার জন্য.....অবাধ্য হতে পারিনি তাই নিজের মনের সাথে যুদ্ধ করে রাজি হয়ে গেলাম বিয়েতে.....ছোটবেলা স্বপ্ন দেখতাম রাজপুত্র আসবে.....আমায় তার সাথে করে নিয়ে যাবে.....কিন্ত ওকে দেখে রাগ আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে গেলো.....দেখতে অসম্ভব সুদর্শন হলেও কেমন জানি অগোছালো ও..... চোখের নিচে কালি জমেছে, না জানি কত রাত ও ঘুমোয় নি....