অল্প বয়সে বিয়ে করে ফেলেছিলাম আমার প্রেমিকা ঈশিতাকে। আর এজন্য বাবার হোটেলে আরাম করে আর বেশিদিন খেয়ে থাকতে পারিনি। আমি চাকরি করি একটা ছোটখাটো কোম্পানিতে। রোজ বউয়ের আদর ফেলে অফিসের দিকে ছুটতে হয়। সারাদিন অফিসে থাকার পরে রাতে বাসায় ফিরে আর প্রেম করার সময় থাকে না। তবে বাস্তবতা এটাই। এত আবেগ, এত প্রেম করবো বলে স্বপ্ন দেখার পর বাস্তবে সেসব আর হয়ে ওঠে না। কেননা অর্থের তাগিদে প্রচুর ছুটতে হয়। যেটা এখন আমি বুঝতে শুরু করেছি।সেদিন অফিসের সামনে গাড়ি থেকে নামতেই একটা জিনিস খেয়াল করলাম। অফিসের গেইটের দারোয়ানের সাথে একজন লোকের কথা কাটাকাটি চলছে। আমি এগিয়ে গেলাম। গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলাম "কি হয়েছে মামা, সমস্যা কি?"দারোয়ান মামা বললেন, "এই লোকটাকে কিছুতেই বুঝিয়ে আমি পারছি না, স্যার। বললাম ভেতরে যাওয়া যাবেনা, নিষেধ আছে। তারপরেও উনি ভেতরে যেতে চান। কি আজব মানুষরে বাবা।"আমার কিছুটা কৌতুহল হলো। আমি লোকটির দিকে তাকালাম। লোকটি বেশ বয়স্ক কিন্তু চেহারার মধ্যে কেমন একটা শিক্ষিত শিক্ষিত ভাব আছে। পরনে ড্রেসগুলো পুরনো। আমি উনাকে জিজ্ঞেস করলাম "চাচা কী...
এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
নির স্মার্ত ভালবাসা
Writer Asif.....বিয়ের রাতে ছেলেটি আমার পাশে বসার আগেই ধমক দিয়ে বলেছিলাম..... Writer Asif Writer Asif খবরদার.....আমায় ছোঁবেন না বলছি.....বিয়েটা romanticlovestory.blogspot.com আমার কাছে স্রেফ কাগজে কলমে একটি চুক্তি.....তাই প্লিজ নিজের পুরুষত্ব দেখাতে আসবেন না একদম.....ও খানিকটা লজ্জায় মাথা নিচু করে বলেছিলো..... Writer Asif Writer Asif আপনি যা ভাবছেন তা একদমই নয়.....তাছাড়া আমরা দুজন দুজনকে চিনি না.....তাই চেয়েছিলাম বন্ধু হতে....যাজ্ঞে ঘুমিয়ে পড়ুন.....এই বলে ও অন্য রুমে ঘুমুতে গেলো.....লোকে আমায় romanticlovestory.blogspot.com বলতো আমি নাকি পরীর মত দেখতে..... রীতিমত ছেলেদের লাইন লাগতো আমার পেছনে.....কিন্ত হুট করে বাবা কোন এক ক্ষ্যাত.....ব্যাকটেডেট ছেলে খুঁজে নিয়ে আসলেন আমার জন্য.....অবাধ্য হতে পারিনি তাই নিজের মনের সাথে যুদ্ধ করে রাজি হয়ে গেলাম বিয়েতে.....ছোটবেলা স্বপ্ন দেখতাম রাজপুত্র আসবে.....আমায় তার সাথে করে নিয়ে যাবে.....কিন্ত ওকে দেখে রাগ আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে গেলো.....দেখতে অসম্ভব সুদর্শন হলেও কেমন জানি অগোছালো ও..... চোখের নিচে কালি জমেছে, না জানি কত রাত ও ঘুমোয় নি....
ভালবাসার শেস ইতিহাস অমর ভালবাসা
পাগল Love Love মেয়েটির নাম ছিলো্ .... জেরিন। দশম শ্রেণীতে পড়তো . তার নামটা যেমন সুন্দর,সে দেখতেও ভারি মিষ্টি মেয়ে। সে রোজ বোরকা পরে বাসা থেকে বের হতো। স্কুল কলেজ এমনকি শপিং করতেও সে বোরকা পড়ে যেতো। অদ্ভুত একটা বিষয় হলো, তার বাবা মা নিজের পরিবার ছাড়া তাকে আর কেউ দেখেনি। Asif Writer জেরিন তো বোরকা পড়তো.... সে কেমন দেখতে সাদা না ফর্সা বা কালো যেমনি হোক না কেনো।তাকে না দেখেই তার প্রেমে পড়বে......এমন কোন ছেলে আছে বলে মনে হয় না। কিন্ত.....আছে একজন। তার নাম শান্ত। সাথে একই স্কুলে পড়ে। স্কুলের কোন ছেলে জেরিনের দিকে খেয়াল না করলেও..... শান্ত জেরিনের পেছনে ছায়ার মতো লেগেই থাকতো। আর রোজ একটা করে গোলাপ তাকে উপহার দিতো। কিন্ত,,, জেরিন তার দেয়া গোলাপটাকে পায়ের তলায় ফেলে,,পা দিয়ে পিসিয়ে চলে যায়। এ ঘটনা আজ থেকে নয়,,দেড় বছর় থেকে। অনেক আগে একবার, জেরিন তাকে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন